AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নারায়নগঞ্জ
০৪:৪৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইউরোটেক্স নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে নগরীর প্রধান সড়কে অবস্থান নিয়ে দুপুর দেড়টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টা বিক্ষোভ করেন ফতুল্লার নয়ামাটি এলাকার ওই কারখানার পাঁচ শতাধিক শ্রমিক। এর ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যার কারণে সাধারণ মানুষ ও গণপরিবহনের যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পৌঁছান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম ও সদর থানা পুলিশ। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পুলিশ শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে, দুপুর দেড়টায় শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে রাস্তা থেকে সরে যান।

শ্রমিকরা জানান, প্রায় ছয় হাজার শ্রমিক কর্মচারী কারখানাটিতে কর্মরত আছেন। মালিকপক্ষ যথাসময়ে বেতন ভাতা পরিশোধ না করায় গত কয়েকদিন ধরে কারখানার ভেতরে প্রতিবাদ জানিয়ে আসছেন শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, এতে ক্ষুব্ধ হয়ে মালিকপক্ষ ২৭ শ্রমিককে চাকরি থেকে বরখাস্তসহ গত ১১ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। একইসঙ্গে দুই শ্রমিককে পুলিশ গ্রেফতারও করেছে। অবিলম্বে ছাঁটাই হওয়া শ্রমিকদের চাকরিতে পুনর্বহালসহ তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান শ্রমিকরা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),শরীফুল ইসলাম বলেন, ‘মালিক-শ্রমিক উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। দুপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করেছি। পরে মালিকপক্ষ শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়াসহ মামলা তুলে নেয়ার আশ্বাস দেয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিয়েছে। এরপর থেকে সড়কে যান চলাচল শুরু হয়েছে।’
 

একুশে সংবাদ/স.ট/এনএস

Link copied!