AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুষ্টিয়ায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০৪:৫৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়ায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধারকৃত অবৈধ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি। ধ্বংসকৃত মাদকের মধ্যে ফেনসিডিল, মদ, বিয়ার, হেরোইন, গাঁজা, কোকেনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৭৪ কোটি ৩১ লক্ষ টাকা। রোলার ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এসব মাদকদ্রব্য।


রবিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটেলিয়ানের প্রশিক্ষণ মাঠে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।


গত ১ ফেব্রুয়ারি ২০২৪ হতে ৩১ জানুয়ারি ২০২৫ সাল পর্যন্ত সময়ে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি। এর মধ্যে রয়েছে ৯৩৬৮ বোতলবিদেশি মদ ২০ লিটার দেশি মদ ১১০০০ বোতল ফেনসিডিল ১২৭.৬৫০ কেজি গাঁজা ৮.৬৫৭ কেজি হেরোইন ৭২৪৭ পিস ইয়াবা ২২.৪৭৩ কেজি কোকেন ১৩৫০ পিস ভায়াগ্রা ১৮৬৭৪৭ সিলডিনাফিল ট্যাবলেট ৯৩০ টেপেন্টাডল ট্যাবলেট, ১২৪৫৭৭ প্যাকেট পাতার বিড়ি, ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস ৫৭ বোতল এলএসডি ০.৯৮০ কেজি আফিম ৯ বোতল সাপের বিষ ৫৬৪.৫০০ কেজি কারেন্ট জাল। যার আনুমানিক বাজার মূল্য ৭৪ কোটি ৩১ লক্ষ ১৯ হাজার ৭১০ টাকা।


মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদিন বিজিওএম। এছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪৭ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাহাবুব মোর্শেদ রহমান, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা, সহকারী কমিশনার ভূমি কাজী মোঃ মেশকাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া মাদকদ্রব্য কার্যালয়ের সহকারী পরিচালকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা গন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!