মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি কবরস্থানের কবর থেকে ৪ দিনের ব্যবধানে ১১ টি লাশের মাথার খুলি চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে স্হানীয় মুসল্লীগন কবর জিয়ারত করতে গেলে কয়েক কবর থেকে মাটি সরানো অবস্হায় দেখতে পান। সন্দেহ হলে কাছে গিয়ে দেখতে পান কয়েকটি কবরের ভিতরের লাশের কংকালের মাথার খুলি নেই। এর মধ্যে কয়েকটি নতুন কবরও ছিলো। রবিবার দিবাগত রাতে এই খুলিগুলো চুরি হয়েছে বলে স্হানীয়দের ধারনা।
এবার ৬ টি কবর থেকে মাথার খুলি চুরি হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতেও একই কবরস্হান থেকে ৫ খুলি চুরি হয়।
স্হানীয় মুসল্লী দেলোয়ার হোসেন জানান, গত শুক্রবার সকালে পবিত্র শবেবরাত উপলক্ষ্যে কবরস্থান পরিস্কার করতে গেলে স্থানীয় মুসল্লিরা কবর থেকে খুলি চুরির বিষয়টা দেখতে পায়। সে দিনও ৫টি কবর থেকে খুলি চুরি হয়। আজ আবারও দেখলাম ৬টি কবর থেকে খুলি চুরি হয়ে গেছে। এ নিয়ে ৪ দিনের ব্যাবধানে ১১টি কবর থেকে খুলি চুরি হলো।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশেই এই বেজগাঁও কবরস্হানটি। তার পরও কিভাবে কারা এতো দুঃসাহস দেখিয়ে এই অপরাধমূলক কাজগুলো করে আমারা ভেবে পাইনা। তবে আলেম মহলে আলোচনা করে দেখবো এখানে সিসি ক্যামারা লাগানো যায় কিনা।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, এই ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছে। তবে কবরগুলোতে দেয়াল না থাকাতে এই অপরাধ গুলো সহজেই করে সরে যায় বলে ধারনা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যাবস্হা নেওয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :