ফরিদপুরের সদরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের নিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সৌরভ চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আঃ মমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মোঃ দেলোয়ার হোসেন।
এ ছাড়া ও উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা, মুক্তিযোদ্ধাও সাংবাদিকগণ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :