AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পানির জন্য তিস্তায় ক্ষোভের পদযাত্রা


Ekushey Sangbad
মোঃ জামাল বাদশা, লালমনিরহাট
০৫:২২ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
পানির জন্য তিস্তায় ক্ষোভের পদযাত্রা

তিস্তা পানি ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তার ১১ টি পয়েন্টে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচীর দ্বিতীয় দিনে ক্ষোভ ও দাবীর পদযাত্রা করেছেন ‍‍` তিস্তা রক্ষা আন্দোলন কমিটি‍‍`।


মঙ্গলবার বেলা পৌনে ১১ টায় তিস্তার উত্তরপার্শ থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় এই পদযাত্রা করা হয়েছে। নেতৃত্ব দিয়েছেন তিস্তা রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু।


এই পদযাত্রায় অংশ নেন, শিশু-কিশোর, যুবক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, চাষি, দিনমজুর চাকুরিজীবীসহ নানা শ্রণি পেশার মানুষ। এসময় "জাগো বাগে কোনটে সবাই, দাবী মোদের একটাই তিস্তায় পানি চাই ‍‍` স্লোগানে মুখরিত হয় তিস্তা অববাহিকায়।


এই স্লোগান  তোলা হয়৷ নীলফামারীর ডিমলার ছাতনাই থেকে শুরু করে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম হয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পর্যন্ত তিস্তা অববাহিকার দুই পারের ২৩০ কিলোমিটার এলাকায়। ১১টি স্পটে এই কর্মসূচি পানল করেন তিস্তা পারের মানুষ।


পদযাত্রায় অংশ নেয়া মনিরুল ইসলাম বলেন, আমাদের পানি থেকে বঞ্চিত করা হয়েছে।  পানি নেই তিস্তা এখন মরা খাল। তিস্তার চারদিকে এখন মরুভূমির মতো অবস্থা। এই ক্ষোভ থেকে আমি আমরা এই কসূচীতে অংশ নিয়েছি।


কিশোর আনোয়ার হোসেন বলেন, আমি বাবার কাছে শুনেছি আমাদের অনেক জমি জমা ছিল, নদী সব ভেঙ্গে নিয়েছে।  এখন আমাদের কিছুই নাই। আন্দোলনের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তার পানির ন্যয্য হিস্যা এবং মহাপরিকল্পনার জন্য একদশক ধরে তিস্তার পাড়ে মানুষ একতাবদ্ধ হয়ে কাজ করছে।


আমাদের এ আন্দোলন  স্মরণকালের। আমরা চাই ভারতের একতরফা নীতির মাধ্যমে তিস্তা নদীকে মরা খালি পরিণত করে উত্তরের ২ কোটি মানুষের জীবন এবং জীবিকাকে হুমকির মুখে ঠেলে দেয়া হয়েছে, ভারতের বিরুদ্ধে তার তীব্র প্রতিবাদ গড়ে তুলেতে। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার যেন মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু করে।


দিনব্যাপী কর্মসূচীতে দুপুরে নদীতে প্লাকার্ড, গান কবিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, তিস্তার ভাঙ্গনে সর্বস্ব হারানো নিয়ে বাস্তব অভিনয়, খেলাধুলাএবং স্মৃতিচারণের আয়োজন চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!