উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী বৈরাগীরচর হাইস্কুলের ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এদিন এদিন শিক্ষার্থীরা দৌড়, লংজাম্প, হাইজাম্প, রশি ঘোরানো, ব্যাঙের লড়াই, মোরগ লড়াই, বিস্কুট খেলা এবং যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ৫৩ বছর পূর্তিতে দিনভর স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী, ম্যানিজিং কমিটি, শিক্ষকবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থী-সুধীজনদের অংশগ্রহণে পরিণত হয় মিলন মেলায়। অনুষ্ঠান উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে দেখা করে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের পরিবেশনা ছিল মনোমুগ্ধকর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈরাগীরচর হাইস্কুলের পরীক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ জানান বক্তারা। তারা বলেন, অত্র স্কুলের শিক্ষক-অভিভাবকদের নিরলস প্রচেষ্টায় আজকে বৈরাগীরচর হাইস্কুল একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের মনোবল শক্ত রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেয়ার ব্যাপারে পরামর্শ প্রদান করেন বক্তারা।
বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ফারুক আহমেদ‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর সভার সাবেক মেয়র ও কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ , উদ্বোধক ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মুখলেছুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন- মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: গোলাপ মিয়া, মসূয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রতন, মসূয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আশরাফুল আলম পল্লব, সাবেক উপজেলা বিএনপির যুগ্ন সাংগঠনিক সম্পাদক মেনু মিয়া,প্রাথমিক সদস্য মসূয়া কটিয়াদী উপজেলা বিএনপির রাজু আহমেদ, মসূয়া ইউপি সদস্য মিলন মিয়া, আলোর ঝলক সেবামূলক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর সভাপতি জাকির হোসেন, মসূয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবীর, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক আবুল কালাম। আলোর ঝলক সেবামূলক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর যুগ্ম সাধারন সম্পাদক অলি উল্লাহ উজ্জ্বল, বৈরাগীরচর বাজার কমিটির সাধারণ সম্পাদক ডাঃ হারুন অর রশিদ, কটিয়াদী পৌরসভার কর আদায়কারী সালাহ উদ্দিন, ইউনিয়ন যুবদল হুমায়ুন আজাদ ও রাকিব মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন- খেলাধুলা সুস্থ ও সুন্দর মন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ও বিশেষ ভাবে যুব সমাজ কে মাদক থেকে দুরে রাখার জন্যে এধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলোর ঝলকের সাধারন সম্পাদক মাজহারুল হক জাকির, সিনিয়র শিক্ষক মাহমুদা ইয়াসমিন, সিদ্দিকুর রহমান, মুহাম্মদ আসাদুজ্জামান, মনোয়ার হোসেন রিপন,নূর আলম, উবায়দুল হক সোহেল, খাদিজা আক্তার, জান্নাতুল ফেরদৌস, আল আমীন ও মেহেদী হাসান সজিব প্রমূখ।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিচালনায় ছিলেন- বাংলাদেশ সেনাবাহিনীর (অব:) সাজেন্ট মজিবুর রহমান কাজল।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :