নরসিংদীর বেলাবতে সেতুর নিচ থেকে অজ্ঞাত (৫০) বৃদ্ধা নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেলাব উপজেলার চর উজিলাবর বারৈচা-খামারেরচর এলাকার সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেলে সেতুর নিচে বিবস্ত্র অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পেয়ে দেওয়ানেরচর গ্রামের কাজল মোল্লার ছেলে নাহিম মোল্লা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে বৃদ্ধার বিবস্ত্র মরদেহটি উদ্ধার করা হয়। আর মরদেহের সুরতাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠাবো। নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :