AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুলনায় গ্রেপ্তার শেখ জুয়েলের ঘনিষ্ঠ বন্ধু মনিরুজ্জামান বাবু


খুলনায় গ্রেপ্তার শেখ জুয়েলের ঘনিষ্ঠ বন্ধু মনিরুজ্জামান বাবু

খুলনার হেরাজ মার্কেট থেকে নগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে সাবেক সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েলের ঘনিষ্ঠ বন্ধু মনিরুজ্জামান বাবুকে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে রাজু ফার্মেসি নামের একটি ওষুধের দোকান থেকে তাকে আটক করা হয়।


খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি মো. তৈমুর ইসলাম জানান, মনিরুজ্জামান বাবুর বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, টেন্ডার সিন্ডিকেটসহ একাধিক অভিযোগ রয়েছে।


স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের দাবি, গত বছর কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি দখল করে জোরপূর্বক নতুন কমিটি গঠন করা হয়। শেখ জুয়েলের প্রভাব খাটিয়ে বাবুকে সভাপতি করা হয়েছিল। সেই কমিটির কয়েকজনের বিরুদ্ধে সরকারি হাসপাতালের ঠিকাদারি নিয়ন্ত্রণ, ওষুধ কোম্পানির কাছে চাঁদাবাজির অভিযোগ ওঠে।


এদিকে, সমিতির সাবেক সভাপতি মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা হলেও, সিন্ডিকেটের অন্য সদস্যরা এখনও স্বাভাবিকভাবে ব্যবসা ও ঠিকাদারি চালিয়ে যাচ্ছেন। সাধারণ ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!