AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আড়াইহাজারে প্রাথমিক বিদ্যালয়ে সার্টিফিকেট বানিজ্য শিক্ষার্থীর অভিবাবককে হয়রানীর অভিযোগ


আড়াইহাজারে  প্রাথমিক বিদ্যালয়ে সার্টিফিকেট  বানিজ্য  শিক্ষার্থীর   অভিবাবককে হয়রানীর অভিযোগ

নারায়নগঞ্জের আড়াইহাজারে  সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সার্টিফিকেট  বানিজ্যে, শিক্ষার্থীর   অভিবাবককে হয়রানীর অভিযোগ উঠেছে ১০৪ নং পাঁচগাও দেওয়ান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা ও কতিপয় সহকারী শিক্ষীকার  বিরুদ্ধে। উক্ত বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রী মৌমিতার মা জানান, সমাপনী পরীক্ষার সনদ নিতে ১ মাস যাবত ঘুরছেন তিনি, টাকা দিয়েও মিলছেনা সনদ।   

অভিযোগ  আছে  বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা তাছলিমা খানম , পরিচানা কমিটির  যোগসাজশে   বিদ্যালয়ের মাঠ বালি ভরাট না করেই প্রকল্পের অর্থ লোপাট করেন ।  ভুক্তভোগীদের অনুরোধে  সরে জমিনে একাধিক বার বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষিকার দেখা মেলেনি,সহকারী  শিক্ষীকা মরিয়ম জানান ম্যাডাম ছুটিতে আছেন, সার্টিফিকেটের জন্য কোন টাকা নেয়া হয়নী। 

এ বিষয়ে প্রধান শিক্ষিকা  তাসলিমা খানম  ভিন্ন ব্যাখ্যা  দেন। তিনি বলেন তিনি ছুটিতে থাকায় সনদ দিতে দেরী হয়েছে। ছুটি থেকে এসে মৌমিতার সার্টিফিকেট সই করে সহকারী শিক্ষক মিঠু রানীর কাছে দিয়েছেন। তবে ১ মাসেও সার্টিফিকেট  পাননী মৌমিতার অভিবাবক।

আড়াইহাজার উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম বলেন সার্টিফিকেটের জন্য কোন টাকা নেয়ার কথা না, অনিয়ম হয়ে থাকলে  ব্যাবস্থা নেয়া হবে। 

একুশে সংবাদ/ এস কে


 

Link copied!