চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নীডি ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ফুড প্যাক ও চাউল বিতরণ করা হয়েছে। ১৯শে ফেব্রুয়ারী (বুধবার) ৩নং রায়পুর ইউনিয়নের কিছু সংখ্যক সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ফুড প্যাক ও চাউল বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন- নীডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আলম খাঁন, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ও স্থানীয় ইউপি সদস্য হাফেজ মোঃ ইসহাক, মহসিন চৌধুরী মিজান, মোঃ ইয়াকুব, জনাব আলী, মোঃ কামাল উদ্দিন, মারুফ, নুরুল আলম, আবদুল কাদের ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, নীডি ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন জায়গায় নলকূপ স্থাপন, মসজিদ, মাদ্রাসা, মক্তব, অসংখ্য অজুখানা, দুর্যোগকালে ত্রাণ বিতরণ এছাড়াও বিভিন্ন সেবা ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা সহ নানা রকম কার্যক্রম পরিচালনা করে আসছে।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা জানান, নীডি ফাউন্ডেশন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে যে সামাজিক অবদান রেখে যাচ্ছে তা নিঃসন্দেহে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রকল্প পরিচালক হাফেজ মোঃ ইসহাক জানান, মানুষের জন্য কিছু করতে পারা আমাদের জন্য অনেক বড় পাওয়া।
নীডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আলম খাঁন জানান, আল্লাহর মেহেরবানীতে নীডি ফাউন্ডেশন সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাড়াতে সবসময় চেষ্টা করে যাচ্ছে। বিভিন্ন সেবা মূলক ও শিক্ষা মূলক কাজে এই কার্যক্রম ভবিষ্যতে এর পরিমাণ আরও বৃদ্ধি পাবে এবং এই কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান। এই কাজ পরিচালনায় তিনি মহান রবের সাহায্য ও সকলের দোয়া কামনা করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :