চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে গোপন সংবাদে অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি দল কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রহমান কে ইয়াবা,নগদ অর্থ সহ গ্রেফতার করে ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুর সৈয়দাবাদ আলী আহমদের বাড়ি এলাকায় চন্দনাইশে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ফজলে রাব্বীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রহমান কে গ্রেফতার করে। এ সময় সেনাবাহিনী তার আস্তানা থেকে ১ হাজার ৬২ পিস ইয়াবা, নগদ ৮০ হাজার ৯ শ ২০ টাকা উদ্ধার করে, সেনাবাহিনী তাকে চন্দনাইশ থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। গ্রেফতারকৃত আসামী ওই এলাকার হাজী মৃত আলী আহমদের ছেলে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে চন্দনাইশ থানার ওসি খাইরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে আজ বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :