গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মাদ অনিক ইসলাম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১১ টায় নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড ও উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মাদ অনিক ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন,সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার।
এ সময় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন সাদুল্লাপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. শহিদুল হক, সাদুল্লাপুর পেসক্লাবের সভাপতি মো.তাজুল ইসলাম রেজা, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মো. মশিউর রহমান, আমার সংবাদের প্রতিনিধি মো. জালাল উদ্দিন, দৈনিক করতোয়ার প্রতিনিধি মো. আনায়ারুল ইসলাম, সমকালের প্রতিনিধি শাহজাহান সোহেল, এনটিভির প্রতিনিধি পি এম লিটন, প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :