AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টঙ্গীবাড়ীতে স্কুল ছাত্র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৭:৫৭ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
টঙ্গীবাড়ীতে স্কুল ছাত্র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় এ,সি ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণী শিক্ষার্থী শাহজালাল (১৭) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এই মানববন্ধন করেন। উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। শাহজালালের হত্যাকারীদের ফাঁসির দাবী করে তারা  স্লোগান দেন।  তাদের একটাই দাবী শাহজালাল হত্যাকারীদের ফাঁসি চাই ।

এ সময় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এম মোশারফ হোসেন, শিক্ষক মোহাম্মদ লিয়াকত সহ উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন ।


টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুহিদুল ইসলাম জানান, নিহত স্কুল ছাত্র শাহজালালের বাড়ি মুন্সীগঞ্জ সদরে। তাছাড়া তার মৃতদেহ ও উদ্ধার হয়েছে মুন্সীগঞ্জ সদর থানার আওতাধীন একটি কৃষি জমি থেকে। মানববন্ধনটিতে যেহেতু টঙ্গীবাড়ী থানার শিক্ষার্থীরা অংশ নিয়েছে তাই আসামীদের যেন উপযুক্ত সাজা হয় সেই ব্যাপারে উপর মহলে কথা বলে প্রয়োজনীয় ব্যাবস্হা করবো।


উল্লেখ্য যে, গত ১২ই ফেব্রুয়ারী বিকাল ৩টায় মুন্সীগঞ্জ সদরের চর বাংলাবাজার এলাকায় কৃষিজমি থেকে নিখোঁজ স্কুলছাত্র শাহজালালের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি ধারালো ছুড়ি পাওয়া গেছে ।  গত ১১ ফেব্রুয়ারি বিকালে নানা বাড়ী যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে শাহজালাল নিখোঁজ হয়েছিলো। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!