শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনে শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মধ্য রাত ১২টা ১ মিনিটে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
অমর একুশের ঐতিহাসিক গান `আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...আমি কি ভুলিতে পারি` গানের সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় অন্যান্যের মাঝে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধাগন, থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভা, আনসার সদস্যবৃন্দ, হাসপাতাল কর্তৃপক্ষ, পল্লি বিদ্যুৎ, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।
পরে সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ’র সভাপতিত্বে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি মাষ্টার হুমায়ুন কবির, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. মাহমুদুল হানানসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাদ জুমা শহিদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। তাছাড়া মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে শহিদদের আত্বার শান্তি কামনায় প্রার্থনা করা হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :