মুকসুদপুর পৌরসভার মুকসুদপুর সদর টেংরাখোলা বাজারে দীর্ঘদিন যাবৎ যানজটের কারণে মানুষ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছিল। যানজট নিরসনের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও প্রচার হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মুকসুদপুর পৌরসভার প্রশাসক তাসনিম আক্তারের নির্দেশে যানজট নিরসনে জরুরি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।
ইজিবাইক পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থানসমূহ হলো- ১. চৌরঙ্গী মোড়ে উজানীগামী সকল ইজিবাইককে হাসপাতালে দক্ষিণ পাশে টেংরাখোলা উজানী রোডে পার্কিং করতে হবে। ২. বনগ্রাম, বাটিকামারী, বরইতলা আগামী সকল ইজিবাইক কমলাপুর ব্রিজের পূর্ব পাশে পার্কিং করতে হবে। ৩. সোনালী ব্যাংকের মোড়ের ইজিবাইকগুলোকে ফায়ার সার্ভিসের সামনে মুক্তিযোদ্ধা ভবনের পাশে পার্কিং করতে হবে। ৪. সদর জামে মসজিদ চন্ডীবদ্দী ইজিবাইক স্ট্যান্ডের সকল গাড়িকে পৌর ভবন রোডে রাখতে হবে। এছাড়াও
টেংরাখোলা বাজারের সকল ব্যবসায়ীদের তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে কোন মালামাক রাখা যাবে না, পৌর প্রশাসক কর্তৃক প্রচারিত প্রচারণায় আরো বলা হয়েছে এ সকল সিদ্ধান্তের বাইরে কেউ যদি অনিয়ম করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পৌর প্রশাসকের নির্দেশে প্রচারণা প্রচারের সাথে সাথে সাধারণ মানুষের মনে স্বস্তির নিঃশ্বাস বইতে শুরু করেছে।
পৌরবাসী যানজটমুক্ত নির্বিঘ্নে চলাচল করতে পারবে এ প্রত্যাশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :