নওগাঁর মান্দায় জমিসংক্রান্ত বিরোধ সমাধানের লক্ষ্যে আয়োজিত গ্রাম্য সালিস চলাকালীন সময়ে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ৩ জন গুরুত্বর আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার গনেশপুর ইউনিয়নের দোসতিনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোসতিনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান (৪০) ও মকছেদ আলীকে (৩৫) আটক করেছে পুলিশ।
এসময় প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত আব্দুর রাজ্জাক (৬০), ফিরোজ হোসেন (৩৯) ও গোলাম মোস্তফাকে (৪৫) উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আব্দুর রাজ্জাক ওরফে কালাচাঁন এবং গোলাম মোস্তফার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়েছে।
ভূক্তভোগী শেফালি বিবি বলেন, ‘আমার শ্বশুর আব্দুল করিমের কাছ থেকে ৫১ শতক জমি কিনে নেই। এ জমি নিয়ে দেবর হাবিবুর রহমানের স্ত্রী খুশি বেগমের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও তা নিষ্পত্তি হয়নি।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দেন দেবরের স্ত্রী খুশি বেগম। ওই অভিযোগের প্রেক্ষিতে আজ শুক্রবার সকাল ১০টার দিকে আমার খলিয়ানে সালিসের আয়োজন করা হয়। সালিসে সভাপতিত্ব করেন ইউপি সদস্য সামসুল হক ধুলু। এতে ইউপি সদস্য আব্দুল আলিম, ইউপি সদস্য সাহাদৎ হোসেন, ইউপি সদস্য আব্দুস সালামসহ বিভিন্ন পর্যায়ের মাতবরেরা উপস্থিত ছিলেন।’
সালিসের সভাপতি ইউপি সদস্য সামসুল হক ধলু বলেন, ‘নামাজের সময় হওয়ায় সালিসের মুলতবি দিয়ে সবাই মসজিদে যাই। নামাজ শেষে খাওয়া-দাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় বাদি পক্ষের লোকজন অতর্কিতভাবে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা করেন। এতে তিনজন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় বাদি পক্ষের দু’জনকে আটক করে নিয়ে যায় পুলিশ।’
এ বিষয়ে অভিযুক্ত খুশি বেগমের সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এসময় হাসিবুর রহমান ও মকছেদ আলী নামের দুজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :