AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রসিংদীতে রায়পুরায় অজ্ঞাত বাসের ধাক্কায় দাওয়াতে যাওয়া হলো না ২ যুবকের


Ekushey Sangbad
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী
০৯:৫২ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
রসিংদীতে  রায়পুরায় অজ্ঞাত বাসের ধাক্কায় দাওয়াতে যাওয়া হলো না ২ যুবকের

নরসিংদীর রায়পুরায়  অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ধুকুন্দি-চারাবাগ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত দুজন হলেন উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের মো. জুম্মান মিয়ার ছেলে মো. রনি (২৮) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. তাপস (২৯)। তাঁরা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।


পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুই যুবক জুমার নামাজ শেষে দাওয়াত খেতে জঙ্গী শিবপুর থেকে মোটরসাইকেলে নরসিংদী সদরের দিকে যাচ্ছিলেন। পথে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী ছেড়ে আসা একটি অজ্ঞাত একটি বাস পেছন থেকে তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।


এই দিকে জানা যায় ভিবিন্ন সংবাদ প্রকাশ হয়েছে যে লাবিবা পরিবহনের ধাক্কায় নাকি ঘটনাটি ঘটেছে অথচ সরজমিনে গিয়ে দেখা যায় পথচারী আল আমীন জনান যে লাবিবা পরিবহনের বিরোধে একটি অপপ্রচার চালাচ্ছে যেটি সত্য নয়। এই দিকে লাবিবা পরিবহনের নিকট সংবাদ কর্মী রুদ্রকে বলেন আমাদের পরিবহন এই ঘটনা ঘটায়নি এটি একটি গুজব ছড়াচ্ছে একটি সার্থনিসি মহল আমরা সব সময় সড়ক পরিবহনের আইন মেনে চলাচল করি।


ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ধাক্কা দেওয়া বাসটি আটক করা সম্ভব হয়নি। মরদেহ দুটি উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পারিবারিক কবরস্থানের তাদের লাস দাফন হচ্ছে।


একুশে সংবাদ//এ.জে

Link copied!