AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাষা মানুষের জন্য আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত-আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা


Ekushey Sangbad
সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি
১১:৩০ এএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
ভাষা মানুষের জন্য আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত-আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা ও ফরিদপুর পৌরসভার যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় কবি জসিম উদ্দিন হলে শুক্রবার ২১ ফেব্রয়ারী বিকেল চারটায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

 এ সময়ে তিনি বলেন ভাষা মানুষের জন্য আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত।  

ভাষার মাধ্যমে মানুষ নিজেকে প্রকাশ করেন জ্ঞান লাভ করে। সকল রাসূলের নিকট আল্লাহ তাদের স্ব স্ব মাতৃভাষায় কিতাব নাযিল করেছেন। যাতে জাতি আল্লাহর মেসেজ বুঝতে পারে। কিন্তু তৎকালীন পাকিস্তানি শাসকেরা এটা বুঝতে পারেনি। দেশের মানুষ কে ভাষার জন্য জীবন দিতে হয়েছে।  ভাষা সংগ্রামের ইতিহাসকে আজ বিকৃত করা হয়েছে। ১৯৪৮ সনে অধ্যাপক গোলাম আযম রেসকোর্স ময়দানে  তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সামনে রাষ্ট্রভাষা বাংলার দাবি উত্থাপন করেন। ভাষা আন্দোলনের জন্য তিনি বারবার গ্রেফতার হন।  কিন্তু আজ তাকে ভাষা সৈনিক হিসেবে স্বীকার করা হয় না। এখন সময় এসেছে সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার।  ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরা। এ সময় তিনি জামায়েত নেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তি দাবি করেন। ভাষাসহ সব ধরনের আগ্রাসন থেকে জাতিকে রক্ষা করার আহ্বান জানান।   সদর থানা আমীর মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেলোয়ার হোসাইন, শামসুল ইসলাম আল বরাটি, প্রফেসর আব্দুত  তাওয়াব, মাওঃ বদর উদ্দিন প্রমুখ।


একুশে সংবাদ//এ.জে

Link copied!