মুকসুদপুরে জাতীয়তাবাদী মৎসজীবি দল, মুকসুদপুর উপজেলা শাখার কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবি দল, মুকসুদপুর শাখা এ কর্মি সভার আয়োজন করে।
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, জেলা মৎস্যজীবি দলের সভাপতি কৃষ্ণানন্দ বিশ্বাস।
উপজেলা মৎসজীবি দলের সভাপতি খান মাহমুদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনুপম সরকারের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ননী গোপাল মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাবিবুর রহমান রইন, মুকসুদপুর পৌর ছাত্রদলের সভাপতি মোঃ আশিক মুন্সি, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মেহেদী মুন্সিসহ নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :