AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওয়াপাড়ায় হাসপাতালে ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু


নওয়াপাড়ায় হাসপাতালে ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালে ভুল সিজারিয়ান অপারেশনে আসমা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। একই সময় অপারেশন করা শারমিন নামে আরও এক প্রসূতি মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২ টার সময় ওই হাসপাতালে মনিরামপুর উপজেলার কালিবাড়ি গ্রামের বাসিন্দা আসমা বেগম(৩৫) ও একই গ্রামের বাবু মোল্লার স্ত্রী শারমিন বেগমের (২৬)  অপারেশন করা হয়। অপারেশনের পর থেকে ওই দুই রোগীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।  অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ দু‍‍`জনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেকরে । সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে আসমা বেগম কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আসমা বেগমের ভাই জসিম উদ্দিন  অভিযোগ করে বলেন, আমার বোন কে ফাতেমা হাসপাতালের ডাক্তার সেলাই ঠিক মতো না দেওয়ায় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় বোন মারা গেছেন, ৫ ব্যাগ রক্ত দিয়েও আমরা বোনকে বাঁচাতে পারলাম না।

এলাকাবাসীর অভিযোগ  বিতর্কিত  নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটতেই থাকে। এমন একাধিক অভিযোগ থাকার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়না কোন আইনগত পদক্ষেপ। ফলে অদৃশ্য এক ক্ষমতা বলে ওই হাসপাতাল কর্তৃপক্ষ পার পেয়ে যায়।

যশোর সিভিল সার্জনের পক্ষ থেকে নওয়াপাড়া বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে দীর্ঘদিন  কোন পরিদর্শন ও অভিযান পরিচালনা করার দৃশ্য অভয়নগরবাসীর চোখে পড়েনা।  যে কারনে নওয়াপাড়া বেসরকারি  ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অনিয়মে ভরপুর হয়ে পড়েছে।

এব্যাপারে ফাতেমা (প্রাঃ) হাসপাতালের পরিচালক মনজুরুল মোরশেদের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি সরেজমিনে ওই হাসপাতালে গেলেও কারো দেখা পাওয়া যায়নি।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব বলেন, আমি রাতে বিষয়টি শুনেছি এবিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

এবিষয়ে যশোর জেলা সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, বিষয়টি এইমাত্র জানলাম, এমন ঘটনা ঘটলে তদন্ত করে দেখা হবে। বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের অনিয়ম বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার ঢাকাতে প্রোগ্রাম রয়েছে। রোজার আগেই অভয়নগরে ক্লিনিক ও  ডায়াগনস্টিক সেন্টারে  অভিযান পরিচালনা করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!