বিএনপি`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপনের লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে বিএনপি`র (একাংশের) জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বাউফল উপজেলা ও পৌর বিএনপি`র উদ্যোগে উপজেলর পাবলিক মাঠে আয়োজিত জনসভায় কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি এস.এ জলিল হীরু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি`র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাউফল উপজেলা বিএনপি`র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার এ.কে.এম ফারুক আহমেদ তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী (২) বাউফল আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ ইয়াকুব আলী শরীফ, পৌর বিএনপি`র সাবেক সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপি`র সদস্য সচিব মো. অলিউর রহমান, শহীদ জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুর রহমান আনিস, পৌর বিএনপি`র সহ-সাধারণ সম্পাদক হাজী মো. পলাশ প্রমুখ।
এছাড়াও দলীয় নেতা-কর্মীসহ কয়েক হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :