মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মাদক, ইভটিজিং ও গুজব সংক্রান্ত বিষয়ে সচেতনতা বাড়াতে উঠান বৈঠক অনুস্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে লৌহজং থানা পুলিশের আয়োজনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন- লৌহজং থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ, লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস হলাল, বিদ্যালয়ের শিক্ষকগনসহ শিক্ষার্থী ও অভিভাবকগন।
লৌহজং থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ শিক্ষার্থীদের মাঝে মাদকে ও ইভটিজিং এর কুফল সম্পর্কে সচেনতন করেন। এছাড়াও কোন প্রকার গুজবে কান না দিয়ে কোন কথা শুনলে তা যাচাই না করে তা নিয়ে আলোচনা না করার আহ্বান জানান।
তিনি শিক্ষার্থীদেরকে ভালো ভাবে লেখা পড়া করে সু শিক্ষায় নিজেকে শিক্ষিত করে পিতা মাতা সহ দেশ ও জাতির সুনাম বয়ে এনে এ দেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাড়ানোর কাজে প্রত্যেককে মনোনিবেশ করতে বলেন।
একুষে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :