নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে জাবেদা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা ভুটভুটির ধাক্কায় প্রাণ হারিয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
জাবেদা খাতুন উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজীগোবিন্দপুর গ্রামের মনসুর রহমানের স্ত্রী ছিলেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানিয়েছেন, জাবেদা খাতুন মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় ভুটভুটির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।
একুষে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :