ফরিদপুরের বোয়ালমারীতে প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে আলী মোল্যা (৩৬) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, রবিবার (২৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বানিয়াড়ী পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন ইটের রাস্তায় দাঁড়িয়ে গাঁজা সেবনকালে আলী মোল্যাকে আটক করা হয়। তিনি ময়না ইউনিয়নের বানিয়াড়ী গ্রামের বাবু মোল্যার ছেলে।
আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে মাদক সেবন ও বেচাকেনার কারণে অতিষ্ঠ এলাকাবাসী। সন্ধ্যার পর থেকেই বাস টার্মিনাল, গ্রামীণ সড়ক, ঝোপঝাড় ও খেলার মাঠে মাদকসেবীদের আনাগোনা বাড়ে। মোটরসাইকেলের বিভিন্ন ইশারায় চলে মাদক বেচাকেনা।
গোপন সংবাদের ভিত্তিতে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উপজেলা কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ এর ৫ ধারায় আলী মোল্যাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বোয়ালমারী থানার উপপরিদর্শক মহেশ অধিকারীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহামুদুল হাসান জানান, সাজাপ্রাপ্ত আসামিকে রবিবার দুপুরে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল বলেন, "মাদক সেবনের অপরাধে আলী মোল্যাকে জেল এবং জরিমানা করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান বোয়ালমারীতে অব্যাহত থাকবে।"
একুষে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :