AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৬:৩০ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
বাউফলে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চর মিয়াজান গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত অভিযুক্তর হলো, মো. বেল্লাল (২৫) ও ফয়সাল আহমেদ (২৪)।

জানা যায়, এর আগেও উপজেলার কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবু দাসকে অপহরণ ও ডাকাতি মামলায় গ্রেফতারের পর জেল খেটে সদ্য বেড়িয়েছেন অভিযুক্তরা।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা লাইজু বেগম অভিযোগ করে বলেন, তার মেয়ে চন্দ্রদ্বীপ আ.স.ম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরিক্ষার্থী। ঘটনার রাতে, রাত দশটার দিকে সবাই ঘুমিয়ে পড়লে অনুমানিক রাত এগাটার দিকে কাঠের জানালা ভেঙ্গে অভিযুক্ত বেল্লাল ও ফয়সাল ঘরের ভিতর প্রবেশ করে এবং মেয়ের বাবা মাকে চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করে। এরপর ঐ শিক্ষার্থীর মুখে গামছা পেঁচিয়ে জোর করে বাড়ির পাশে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে। ঐ শিক্ষার্থী বাড়ি ফিরে ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে মেয়েসহ বাবা মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরে মেয়েকে স্বাস্থ্য পরিক্ষার জন্য পটুয়াখালী সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, "ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা অভিযুক্তদের আটক করেছি। তবে এখনো আনুষ্ঠানিক কোনো মামলা হয়নি।"

 

একুষে সংবাদ/বিএইচ

Link copied!