AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষকের মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:৩৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মোতালেব (৬৫) এর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার খাদা গ্রামের চারঘাটা এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শরণখোলা থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ থানায় নিয়ে আসেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মোতালেব গাজী শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের বাসিন্দা এবং মৃত ইউসুফ গাজীর পুত্র। তিনি রায়েন্দা ইউনিয়নের খাদা গগন মেমোরিয়াল মাদ্রাসার ইবতেদায়ী শাখায় শিক্ষকতা করতেন এবং প্রায় দুই-তিন বছর আগে অবসরে যান।

চারঘাটা এলাকার আব্দুল আউয়াল জানান, গত ১৭ বছর ধরে মোতালেব হোসেন স্থানীয় একটি মসজিদের ইমামতি করতেন। ১৮ ফেব্রুয়ারি তিনি একদল মুসল্লির সাথে চরমোনাই মাহফিলে যান। মাহফিল থেকে ২০ ফেব্রুয়ারি রাতে ফিরে এলেও বৃহস্পতিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মৃতের দ্বিতীয় স্ত্রী পিয়ারা বেগম জানান, গত ২৫ বছর ধরে মোতালেব তার সাথেই থাকতেন। মাঝেমধ্যে তিনি প্রথম স্ত্রীর সন্তানদের বাড়িতেও যেতেন। ১৮ ফেব্রুয়ারি চরমোনাই মাহফিলে যাওয়ার পর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মৃতদেহ দেখে তিনি তার স্বামীর লাশ সনাক্ত করেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল্লাহ বলেন, "ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

একুষে সংবাদ/বিএইচ

Link copied!