পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রামার্দ্দন এলাকায় পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত ১৩ ফেব্রুয়ারি আপন চাচাতো ভাই মো. ওয়াজেদ সিকদার ও মো. কুদ্দুস সিকদারের মধ্যে বসতভিটার জমি নিয়ে বিরোধ শুরু হয়। এই ঘটনায় ওয়াজেদ সিকদার ও তার ছেলে মো. শামীম সিকদার গুরুতর আহত হন। পরে, চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে ১৫ ফেব্রুয়ারি শামীম সিকদার মারা যান।
এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পটুয়াখালী পুলিশ সুপারের দিকনির্দেশনায় প্রযুক্তির সহায়তায় মামলার এজাহারভুক্ত ছয় আসামির মধ্যে চারজনকে ২২ ফেব্রুয়ারি র্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে।
গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দউজ্জামান এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
একুষে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :