রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ চত্বরে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ও কমিউনিটি বেজড মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। ম্যাটস শিক্ষার্থীদের অযৌক্তিক দাবির বিরুদ্ধে ময়মনসিংহে ক্লাস বর্জন করে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
মিছিল শেষে, ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন। তারা জানান, "দীর্ঘদিন ধরে বিভিন্ন মেডিকেলে ম্যাটসদের ডাক্তার পদবি ব্যবহার নিয়ে আন্দোলন সংগ্রাম করার পরও তেমন কোনো পদক্ষেপ নেয়া হয়নি।"
মেডিকেলের শিক্ষার্থীরা বলেন, "আমরা অনেক কষ্ট করে পড়াশুনা করি, কিন্তু এসএসসি পাস করে ম্যাটসের শিক্ষার্থীরা ডাক্তার সেজে বসে। এসব নৈরাজ্য বন্ধ করতে হবে।"
বিক্ষোভকারী শিক্ষার্থীরা আরো বলেন, "বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যা সমাধানে একটি মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন। এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসকের স্বীকৃতি দেওয়া বন্ধসহ ৫ দফা দাবি স্বাস্থ্য খাতে একটি বিপ্লব ঘটাতে পারে।
এই দাবিগুলো বাস্তবায়িত হলে একদিকে যেমন স্বাস্থ্য খাতের অব্যবস্থা ও অনিশ্চয়তা দূর হবে, তেমনি অন্যদিকে রোগী ও সাধারণ মানুষ উপকৃত হবে।"
শিক্ষার্থীরা জানান, "যৌক্তিক পাঁচ দফা দাবি না মানা পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না এমনকি দাবি শিগগিরই না মানলে কাল থেকে হাসপাতাল ও ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন করতে বাধ্য হবো।"
উল্লেখ, সারা বাংলাদেশের মেডিকেল কলেজগুলোর সঙ্গে একমত হয়ে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রাঙ্গণে সমবেত হয়েছে।
একুষে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :