বিএনপি`র প্রভাবশালী নেতা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের সবচেয়ে বড় সম্পদ এবং আমরা কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করবো না। আমাদের লড়াই শুধুমাত্র স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে নয় বরং এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই। যারা বিদেশি শক্তির পক্ষে কাজ করে, দেশের স্বার্থ বিকিয়ে দেয়, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই দেশের জনগণ, কোনো বিদেশি গোষ্ঠী নয়।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আবেগাপ্লুত। দীর্ঘ ১৭ বছর কারাগারে কাটিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনাদের ভালোবাসা, দোয়া এবং সমর্থন আমাকে এই দীর্ঘ পথ চলতে শক্তি যুগিয়েছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।"
বাবর বলেন, "আওয়ামী লীগ তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। ফাঁসির দণ্ড ও অকথ্য নির্যাতনের মাধ্যমে দমিয়ে দিতে চেয়েছিলো, তবে তিনি আপোষ করেননি এবং মাথানত করেননি।"
বাবর আরও বলেন, "ফ্যাসিস্ট হাসিনা সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিচার বিভাগকে ব্যবহার করে আমাকে সাজা দেয়। আমার পরিবারকে নিপীড়ন, ভয়-ভীতি ও নানাভাবে হয়রানি করে। শুধু আমি নই, আমার দলের নেতাকর্মীরাও এই স্বৈরাচারী সরকারের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন।"
তিনি বলেন, "দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি জীবন উৎসর্গ করতে প্রস্তুত। দেশ আমাদের এবং দেশের মালিক জনগণ।" তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে, বিচার বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে।"
বাবর বলেন, "বাংলাদেশ এক গভীর সংকটের মুখ থেকে ফিরে এসেছে। আমরা কোনো পরাশক্তির গোলাম নই। আমরা স্বাধীন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণ হবে সর্বক্ষমতার উৎস এবং জাতীয় স্বার্থ হবে সবার আগে।"
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রশংসা করে বলেন, "তিনি জীবনের ঝুঁকি নিয়ে, শত নির্যাতন সহ্য করে গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন। হাসিনা সরকার তাকে মিথ্যা মামলায় আটকে রেখেছে, কিন্তু তিনি এখনও আপোষ করেননি। তার নেতৃত্বেই আমরা নতুন বাংলাদেশ দেখতে পাবো, ইনশাআল্লাহ!"
বাবর তারেক রহমানের নেতৃত্বেও সমর্থন জানিয়ে বলেন, "তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উচ্চ শিখরে পৌঁছবে। আজকের তরুণদের জন্য তারেক রহমানই একমাত্র আশার আলো।"
তিনি আরও বলেন, "আমার সবচেয়ে বড় অপরাধ দিল্লির আধিপত্যবাদকে `না` বলা। আমি সবসময় দেশের পক্ষে ছিলাম এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।"
উল্লেখ, তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন এবং নতুন বাংলাদেশের প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্রদের এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। "আমি মিথ্যা মামলায় মুক্তি পেয়েছি এবং যদি প্রয়োজন হয় আমি আবারও কোনো ত্যাগ স্বীকার করবো, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না," বলেন তিনি।
একুষে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :