AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাভারে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭


Ekushey Sangbad
সাভার উপজেলা প্রতিনিধি, ঢাকা
০৯:৫১ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
সাভারে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭

সাভারের হেমায়েতপুরে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। তাদের দ্রুত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের জানান, রোববার সন্ধ্যায় হেমায়েতপুরের নালিয়াসুর এলাকায় নবাব আলীর মালিকানাধীন একতলা বাড়ির একটি কক্ষে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—মো. সোলায়মান (১৪), সুজাত মোল্লা (২৬), মো. জিসান (২০), মোছা. হালিমা (৪২), মোছা. শিল্পী (৩৫), মোছা. আমেনা (৬০) ও মো. সজিব (৮)।

প্রত্যক্ষদর্শী মো. আকাশ বলেন, ‘বাড়ির মালিকের স্ত্রী আমেনা বেগম কক্ষ তালাবদ্ধ করে সন্ধ্যার আগে বাইরে যান। এসময় পাশের ভাড়াটিয়ারা কক্ষের ভেতর থেকে গ্যাস লিকেজ টের পেয়ে আমেনা বেগমকে মোবাইল ফোনে বিষয়টি জানালে, তিনি দরজা ভেঙে ফেলতে বলেন। পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতে গেলে হাতুড়ির আঘাতে দরজার লোহায় সৃষ্ট স্পার্ক থেকে মুহূর্তে আগুন ধরে যায়। এসময় আগুনে এক শিশু ও তিন নারীসহ সাতজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

উল্লেখ্য, গত রোববার ভোরে আশুলিয়ার দুর্গাপুর এলাকায় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি আশুলিয়ার গুমাইল এলাকায় রান্নার সময় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ১১ জন দগ্ধ হলে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!