AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্ববিদ্যালয়ের নতুন নাম পছন্দ হয়নি, রেললাইন অবরোধ শিক্ষার্থীদের


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
১২:২৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
বিশ্ববিদ্যালয়ের নতুন নাম পছন্দ হয়নি, রেললাইন অবরোধ শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে অসন্তুষ্ট হয়ে গাজীপুরে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন। এর ফলে উত্তরবঙ্গ এবং ঢাকার মধ্যে রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে কালিয়াকৈর উপজেলার হাইটেক রেলস্টেশনের কাছে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নতুন নাম হতে হবে "বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি"।

বিশ্ববিদ্যালয়ের নাম পছন্দ না হওয়ায় শিক্ষার্থীদের রেললাইন অবরোধ | Barta  Bazar

শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নামের পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে তাদের এ নাম পছন্দ হয়নি। তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করতে হবে।

এর আগে আরও দুদিন তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে। সেসময় তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করেছিলেন। আজ সোমবার সকালে তারা প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ করে। পরে তারা পাশেই হাইটেক রেল স্টেশনের সামনে অবস্থান নিয়ে রেললাইন অবরোধ করে।

বিশ্ববিদ্যালয়ের নতুন নাম পছন্দ হয়নি, রেললাইন অবরোধ শিক্ষার্থীদের | |  বাংলাদেশ প্রতিদিন

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রেললাইন অবরোধ করেছে। তারা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে রেখেছিল, পরে ছেড়ে দিয়েছে। তবে সাময়িক সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 

একুশে সংবাদ/ঢ.প/এনএস

Link copied!