গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডাঙা দুর্গাপুর গ্রামে পীর শাহ সুফি আব্দুল ওয়াজেদ মুন্সি আল কাদেরীর ৯৪তম ওরস মোবারক শুরু হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত তিন দিনব্যাপী এই ওরস মোবারক ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হবে। দেশজুড়ে বিভিন্ন স্থান থেকে আসা অসংখ্য ভক্ত-অনুরাগীর পদচারণায় ওরসস্থল মুখরিত হয়ে উঠেছে।
ওরস উপলক্ষে গ্রামীণ মেলায় কয়েক হাজার দোকান বসেছে, যেখানে ঐতিহ্যবাহী খাবার, পোশাক, খেলনা ও হস্তশিল্পসহ নানান পণ্যের পসরা সাজানো হয়েছে।
বর্তমান খাদেম হাজী মো. ফারুক হোসেন মুন্সি জানান, “ওরস মোবারকে দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্তবৃন্দ সমবেত হন। ওয়াজেদ মুন্সির দরবার শরীফ এই সময়ে এক আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হয়।”
ওরস উপলক্ষে বিশেষ মিলাদ মাহফিল, ধর্মীয় আলোচনা ও দরুদ-ক্বাসিদার আসরসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :