রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে একটি রিসোর্টে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত আশপাশের অন্যান্য রিসোর্টে ছড়িয়ে পড়ে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রেস্টুরেন্ট, মারুয়াতি রেস্টুরেন্টসহ অন্তত আটটি রির্সোট পুড়ে ছাই হয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে পারছে না। আগুন নেভাতে খাগড়াছড়ির দীঘিনালা ফায়ার সার্ভিস সাজেকে যাচ্ছে।
স্থানীয়রা বলেন, দুপুরে অবকাশ রির্সোট থেকে আগুনের সূত্রপাত হয়ে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও কেউ বলতে পারেনি প্রশাসন। সাজেকে ফায়ার সার্ভিস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।
শিরীন আক্তার বলেন, ‘ধারণা করা হচ্ছে শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।’
একুশে সংবাদ/ঢ.প/এনএস
আপনার মতামত লিখুন :