সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রায়গঞ্জ থানা পুলিশ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নে সীমাবাড়ি- রাণীরহাট সড়কের নিঝুড়ি তালতলা ব্রিজের নিচে ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে যুবকের মরদেহটি নিঝুড়ি তালতলা ব্রিজের নিচে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর, মাঝারি গড়ন গায়ের রঙ ফর্সা। তার পড়নে ছিল কালো রঙের প্যান্ট, গায়ে নীল রঙের পোলো সার্ট। ধারণা করা হচ্ছে রাতে সংঘবদ্ধ কোন সন্ত্রাসীরা তাকে হত্যা করে। পরে ঐস্থানে ব্রিজের উপর থেকে তার লাশ ফেলে রেখে যায়।
রায়গঞ্জ থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। মরদেহটি শনাক্তকরণের কাজ চলছে। এখনো তার কোন দাবিদার ও পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। থানায় মামলার প্রস্ততি চলছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :