AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধনবাড়ীতে মুগ্ধতা ছড়িয়ে বিদায় বললেন ইউএনও আবু সাঈদ


ধনবাড়ীতে মুগ্ধতা ছড়িয়ে বিদায় বললেন ইউএনও আবু সাঈদ

মুগ্ধতা ছড়িয়ে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন টাঙ্গাইলের ধনবাড়ী  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু সাঈদ ।

গত ২০২৪ সালের ১৪ নভেম্বর ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ও   উপজেলা প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব নেন।দ্বায়িত্ব গ্রহণের পর থেকে তিনি উপজেলার সুবিধা বঞ্চিত ও তৃণমূল মানুষের কল্যাণে কাজ শুরু করেন। মোঃ আবু সাঈদ অতি অল্প সময়ের মধ্যে জনবান্ধন ইউএনও হিসেবে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের মন জয় করেছিলেন।

ধনবাড়ী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু সাঈদ এর বদলিতে বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে  উপজেলা পরিষদ হল রুমে অফিসার ক্লাবের আয়োজনে বদলি জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-  ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, উপজেলার পাবলিক হেলথ কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 


এসময় বক্তারা বলেন, এমন ভালো মানুষ যত বেশি থাকবে ততো সমাজ ও দেশ ভালো থাকবে। আমরা একটি ভালো অফিসারের বিদায় দিচ্ছি। এ সময় ইউএনও ও তার পরিবারের কল্যাণ, সুস্থতা, দীর্ঘজীবন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন বক্তারা।

নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ বলেন, এতো অল্প সময়ে ধনবাড়ীবাসী আমাকে সমৃদ্ধ করেছে। অফিসিয়াল কাজের বাইরেও আমি মানুষের সেবার জন্য কাজ করেছি। আমরা যে ভালো কাজটি করবো, সেটি থেকে যাবে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি আবেগ-আপ্লুত হয়ে বলেন, প্রতিটি কর্মে প্রতিক্ষণে ধনবাড়ীর কথা মনে পড়বে। যেখানেই থাকি এখানকার মানুষগুলোর কথা কখনো ভুলতে পারবো না।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারকে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!