‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়’ এই স্লোগানে চুয়াডাঙ্গার জীবননগরে দিনব্যাপী যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
জীবননগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জীবননগর পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমীন হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দজাদী মাহবুবা মঞ্জু মৌনা,জীবননগর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন, কৃষি অফিসার আরিফ হাসান প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ ও উপজেলার কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। কৃষি প্রযুক্তি মেলায় কৃষি উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য ও দেশি প্রজাতির বিভিন্ন ফল মেলার স্টলে প্রদর্শিত করে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :