AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ


Ekushey Sangbad
এন বি আকাশ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০৬:২৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির  শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রিন ইউনিভার্সিটির  শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গ্রিন ইউনিভার্সিটির ক্যাম্পাসের মূল ভবনের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।

এ সময় তারা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশে বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে । জুলাই আন্দোলন পরবর্তী সময়ে আমরা এমন একটি সুন্দর রাষ্ট্রের স্বপ্ন দেখছি, যেখানে অপরাধ প্রবণতার অবসান ঘটবে। কিন্তু কয়েক দিন ধরে দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে গিয়েছে।

গত ১৫ বছর বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখেছি। কিন্তু গত ৫ আগস্টের পরও এই ঘটনাগুলো বারবার ঘটছে। জুলাইয়ে নারীরা এসবের জন্য কি সামনের সারিতে থেকে আন্দোলন করেছিলেন। নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আহ্বান জানাই।


এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এগুলো সমাধান করতে না পারেন তাহলে তাকে পদত্যাগ করার আহ্বান জানান তারা ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!