AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনাবগঞ্জে ৮ বছর আগে দুই ভাই গুম, তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৮:০০ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
চাঁপাইনাবগঞ্জে ৮ বছর আগে দুই ভাই গুম, তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০১৬ সালে মিজানুর রহমান ও রেজাউল করিম নামে দুই ভাই গুমের ঘটনায় তদন্তে নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল । 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত  শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মিজানুর রহমান ও রেজাউল করিমের বাড়িতে গিয়ে সশরীরে তদন্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের ৮ সদস্যের  একটি টিম।

নিখোঁজ দুজনের বৃদ্ধ পিতা মোঃ আইনাল  হক জানান, বিএনপির রাজনীতিতে যুক্ত থাকায় কারণে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ইঙ্গিতে আমার দুই ছেলেকে গুম রাখা হয়েছে।


এই তদন্তে উপস্থিত ছিলেন,আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থার সহকারী পরিচালক সালা্উদ্দিন  তদন্ত কর্মকর্তা  রফিকুল ইসলাম ,ও তদন্ত সংস্থা. প্রসিকিউটার ও কমিশনের একজন প্রতিনিধিসহ ৮ জন । এর আগে ২০১৬ সালে ১৭ আগস্ট ও ২৭ ডিসেম্বর জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মিজানুর ও তার ভাই রেজাউল করিমকে তুলে নিয়ে যায় শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শকসহ কয়েকজন পুলিশ সদস্য। 


পরে বড় ভাইকে ছাড়ানোর জন্য পুলিশের কাছে তদবির করে ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল। এক পর্যায়ে রাজশাহীর এসএস প্লাজা ছাত্রাবাস থেকে রেজাউলকেও উঠিয়ে নিয়ে যায় সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা।  দীর্ঘ ৮ বছর ধরে নিখোঁজ রয়েছে  দুই ভাই । 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!