"সৎ মেধাবী তরুণেরা রাজনীতিতে না আসলে দেশ সঠিক নেতৃত্ব খুঁজে পাবে না, রাজনীতি বাঁচলে বাঁচবে দেশ তরুণরাই আগামীর বাংলাদেশ" ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ফরিদপুর জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা সদরপুরের বিশ্ব জাকির মঞ্জিল স্কুল সংলগ্ন বালুর মাঠে সদরপুর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদরপুর বিজেবি শাখার সভাপতি মিঠু খালাসীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির ফরিদপুর জেলা শাখার সভাপতি আরিফুর রহিম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ অভি।
এ সময় বক্তারা বিজেপির আগামী দিনের কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। তারা বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে গরুর গাড়ী মার্কা এবং আগামী দিনের দলীয় কর্মকাণ্ডে কর্মীদের একসাথে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সদরপুর উপজেলা শাখার মিঠু খালাসীকে সভাপতি ও মোঃ ইয়াসিন মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন।
সদরপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতা কর্মী সমাবেশ স্থলে এসে উপস্থিত হয় এবং অনুষ্ঠানে প্রায় শতাধিক বিজেপির কর্মী উপস্থিত ছিলেন ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :