AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনারগাঁয়ে ভুয়া দলিল করে জালিয়াতির অভিযোগ


Ekushey Sangbad
খন্দকার সোহাগ, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
০৮:৩৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
সোনারগাঁয়ে ভুয়া দলিল করে জালিয়াতির অভিযোগ

নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মকিমপুর মৌজায় এই ঘটনা ঘটেছে।

এই ঘটনায়, জমিটির মালিক আড়াইহাজার উপজেলার সত্যবান্ধি এলাকার মৃত আঃ ফয়েজ ভূঁইয়া ছেলে ইয়ামিন ভূঁইয়া (৫০)বাদী হয়ে সোনারগাঁ উপজেলার ভাদুরীকান্দা এলাকার মৃত সামসুদ্দীনের ছেলে মোঃ শহিদুল্লাহ ভূঁইয়া (৫৯), এবং রূপগঞ্জ উপজেলার বরপা পূর্ব পাড়া এলাকার মোঃ আনোয়ার হোসেন এর স্ত্রী কোহিনুর আক্তার (৩৯)এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা চিফ জুটিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটি জমির দলিল জালিয়াতি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানাযায়, বাদী পক্ষের বর্ণিত সি.এস ও এস এ ২৮৫,আর এস ৩১৯ দাগের ৩১ শতাংশ ভূমি মাতার ওয়ারিশ সূত্রে ভিটি ভূমি হিসেবে ভোগ দখল করেন। জমিটি নাম জারি করতে গেলে ভলিয়ম পর্যালোচনা করে দেখেন যে আর এস খতিয়ানে অবশিষ্ট জমি নেই। তারপর বাদী পক্ষ পর্যালোচনা করে দেখতে পান যে,১নং‌ বিবাদী নাম ৮৫৮৩/০৮-০৯ মূলে প্রস্তাবনে ৫১০০/৭৮ দলিল দাখিল করিয়া বর্ণিত দাগের ৩১শতাংশ ভূমি নামজারি করে ফেলেন। বাদী পক্ষ তালাশ অনুসন্ধান করে করে দেখেন যে,২১/০৬/১৯৭৮ ইং দলিল নং ৫১০০জেলা সাবেক ঢাকা,হালে নারায়ণগঞ্জ,থানা ও সাব রেজিস্ট্রার অফিস সোনারগাঁ অধীনে এস এ ২২,আর এস ৮০ নং খতিয়ান ভূক্ত,সি এস ও এস এ২৮৫,আর এস ৩১৯ নং দাগের ৩১সতাংশ জমি  
সাবেক ২৮৫ ,হালে ৩১৯ দাগে, ভিটি ভূমি ৩১ শতাংশ ২১/০৭/১৯৭৮ ইং সালে ৫১০০ নং দলিলে সাফিয়া খাতুন গ্ৰহীতাকে করে,গফুর মিয়ার ছেলে সিরাজ উদ্দিন কে দাতা করে মকিমপুর,এস. এ ২২খতিয়ান,আর এস দাগ নং ১৬১, পরিমাণ ১১ শতাংশ জমি প্রধান করে। পরবর্তীতে ৫১০০ নং দলিলে বুনিয়াদে বিগত ২৯/০২/২০২৪ ইং তারিখে আম মোক্তার দলিল নং (২১০৩), মূলে কহিনূর আক্তার কে প্রধান করে।

পরবর্তীতে উক্ত বিষয়াদি নিয়ে গত ৩১/০১/২০২৫ ইং তারিখে সকাল আনুমানিক ১১:০০ টায় সোনারগাঁ থানায় একটি সামাজিক সালিশ অনুষ্ঠিত হয়। বাদী পক্ষ নামজারির প্রস্তাব পত্রের ফটোকপি দেখাইলে ১ নং ও ২ নং বিবাদী ৫১০০ নং দলিলের ফটোকপি দেখে উক্ত দলীল সম্বন্ধে কিছুই জানেনা বললেও পরবর্তীতে দলিলটি সঠিক বলে দাবি করেন। থানা থেকে বের হয়ে সাক্ষী গনের সম্মুখে হুমকি প্রদান করে যে,এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করিলে বাঁদীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। ২১/০৬/১৯৭৮ ইং ৫১০০ নং দলিলে দাতা এবং গ্ৰহিতার নাম কর্তন করে (৮৫৮৩/০৮-০৯) বিবাদীর নাম অঙ্কন করে নামজারি মূল্যে বিরোধী ও নামজারি জমিভাগ হাসিল করেন। ১নং বিবাদী দাতা হয়ে দুই নং বিবাদী গ্রহীতা হয়ে বিগত ২৯/০২/২০২৪ইং ২১০৩ নং আম মুক্তার দলিল সৃজন করেন এবং পরবর্তীতে দলিলগুলো সঠিক দলিল হিসেবে ব্যবহার করিয়াছেন বলে জানা যায়।

কিন্তু মামলার বাদী বলেন, বিবাদীর দলিলটি সম্পুর্ণ জাল দলিল। তাই তিনি নারায়ণগঞ্জ জেলা দায়রা চিফ জুটিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা দায়ের করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!