রাজনৈতিক নেতা যখন দেউলিয়া হয়ে যায়, জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাকে স্বৈরাচারী হতে হয়। তাকে জুলুমবাজ হতে হয়। তখন তাকে খুন, গুমের আশ্রয় নিতে হয়। এটি হলো ফ্যাসিবাদ। গোপালগঞ্জে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় স্থানীয় পৌরপার্কে কেন্দ্র ঘোষিত বিএনপির এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বক্তব্য রাখেন।
এসময় শামা ওবায়েদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশে ডেভিল হান্ট কর্মসূচি শুরু করেছেন। কিন্তু, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসংখ্য ডেভিল রয়েছে। তিনি এই গোপালগঞ্জ থেকে ডেভিল হান্ট কর্মসূচি শুরু করার দাবি জানান।
জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, খন্দকার মাশুকুর রহমান মাশুক, কেন্দ্রীয় স্বেচ্ছাবেক দলের সভাপতি এস, এম জিলানী।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- জেলা বিএনপির সাবেক সভাপতি এফই সরফুজ্জামান জাহাঙ্গীর, এমএইচ খান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে জেলার ৫ উপজেলার দলটির হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি ও নির্বাচনি রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :