নওগাঁর মহাদেবপুরে ছাদ থেকে পরে ছাব্বির দেওয়ান (২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে আখেরা মোড়ের পার্শে জব্বার হাজীর মুরগীর ফার্মে এ ঘটনা ঘটে ।
মহাদেবপুর থানার ওসি (তদন্ত) এইচ এম নাজমুল হুদা বলেন, নিহত ছাব্বির দেওয়ান উপজেলার সফাপুর গ্রামের ক্বারী মোজাম্মেল হকের ছেলে। জীবন-জীবিকার তাগিদে সে ইলেক্ট্রিক্যাল কাজ করতেন।
প্রতিদিনের মতো আজ সকালে জব্বার হাজীর মুরগীর ফার্মে পানি সাপ্লাই এর কাজ করার সময় পানির ট্যাংকির মুখ খুলতে গিয়ে তিন তলার ছাদ থেকে মাটিতে পরে যায়। এতে তার মেরুদণ্ডের হাড় ভেঙ্গে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পওে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :