কালীগঞ্জে কৃষি জমিতে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি এক্সকাভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বেলায় বিলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
বেলাই বিল সংলগ্ন কৃষি জমিতে মাটি কাটার অভিযোগ পাওয়া গেলে অভিযান চালানো হয়। মাটি কাটার সময় জরিত ব্যক্তিরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। এসময় ঘটনাস্থল হতে একটি এক্সকাভেটর জব্দ করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি,বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :