লালপুরে পদ্মার চরে মালচিং পদ্ধতিতে শসা চাষে বাম্পার ফলনে আগ্রহ সৃষ্টি হয়েছে চাষীদের মধ্যে।
কৃষি অফিস সূত্রে জানা যায়, লালপুর উপজেলার লালপুর চরে ২০২৪ - ২৫ অর্থ বছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত মালচিং পদ্ধতিতে উচ্চ মুল্য শসা চাষ করা হয়েছে। লালপুর সদর ইউনিয়নের বালিতিতা ব্লকের অধীনে ৩৩ শতাংশ জমিতে ২০২৪ - ২৫ রবি মৌসুমে সাবারী জাতের শসার বীজ রোপন করা হয়।
কৃষক আনিসুর রহমান বলেন, এসএওর হাসিবুল ইসলামের পরামর্শ ও সহযোগিতায় মালচিং পদ্ধতিতে শসা চাষ শুরু করেছি। এতে উৎপাদন হচ্ছে ভাল, ফলে লাভ জনক এ চাষ পদ্ধতি পরিচিতি হতে বিভিন্ন এলাকার চাষিরা আসছেন।

বিলমাড়ীয়া গ্রামের মুনতাজ আলী বলেন, ৫কি:মি: দুর থেকে আমি মালচিং পদ্ধতিতে শসা চাষ সম্পর্কে জানতে এসেছি, খুব ভালো লাগলো।
কৃষকদের আগ্রহ সৃষ্টি করতে মাঠ প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা কৃষি অধিদপ্তর ও কৃষকরা। এসময় কৃষকদের সুপরামর্শ দেন লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেহেদী জাহান, সুব্রোত কুমার সরকার, উপ সহকারী কৃষি অফিসার হাসিবুল ইসলাম, আব্দুল মালেক বিশ্বাস প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :