AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালপুরে পদ্মার চরে মালচিং পদ্ধতিতে শসা চাষে বাম্পার ফলন


Ekushey Sangbad
লালপুর উপজেলা প্রতিনিধি, নাটোর
০৪:০২ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
লালপুরে পদ্মার চরে মালচিং পদ্ধতিতে শসা চাষে বাম্পার ফলন

লালপুরে পদ্মার চরে মালচিং পদ্ধতিতে  শসা চাষে বাম্পার ফলনে আগ্রহ সৃষ্টি হয়েছে চাষীদের মধ্যে।


কৃষি অফিস সূত্রে জানা যায়, লালপুর উপজেলার লালপুর চরে ২০২৪ - ২৫ অর্থ বছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত মালচিং পদ্ধতিতে উচ্চ মুল্য  শসা চাষ  করা হয়েছে। লালপুর সদর ইউনিয়নের বালিতিতা ব্লকের অধীনে ৩৩ শতাংশ জমিতে ২০২৪ - ২৫ রবি মৌসুমে সাবারী জাতের শসার বীজ রোপন করা হয়।


কৃষক আনিসুর রহমান বলেন, এসএওর হাসিবুল ইসলামের পরামর্শ ও সহযোগিতায় মালচিং পদ্ধতিতে শসা চাষ শুরু করেছি। এতে উৎপাদন হচ্ছে ভাল, ফলে লাভ জনক এ চাষ পদ্ধতি পরিচিতি হতে বিভিন্ন এলাকার চাষিরা আসছেন।


বিলমাড়ীয়া গ্রামের মুনতাজ আলী বলেন, ৫কি:মি: দুর থেকে আমি মালচিং পদ্ধতিতে শসা চাষ সম্পর্কে জানতে এসেছি, খুব ভালো লাগলো। 


কৃষকদের আগ্রহ সৃষ্টি করতে মাঠ প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা কৃষি অধিদপ্তর ও কৃষকরা। এসময় কৃষকদের সুপরামর্শ দেন লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেহেদী জাহান, সুব্রোত কুমার সরকার, উপ সহকারী কৃষি অফিসার হাসিবুল ইসলাম, আব্দুল মালেক বিশ্বাস প্রমুখ।

 

একুশে সংবাদ/বিএইচ

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!