বিএনপি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চায়, দিনের ভোটে রাতের অনিয়ম মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক।
মঙ্গলবার দুপুরে নীলফামারীর শহীদ মিনার চত্বরে জেলা বিএনপির আয়োজিত এক জনসমাবেশে তিনি বলেন, ‘আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। মৃত ব্যক্তির ভোট কিংবা কারসাজির নির্বাচন চাই না। পাশাপাশি, শেখ হাসিনার তৈরি করা প্রতীকী গণতন্ত্রের আয়নাঘরও প্রত্যাখ্যান করছি।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফারুক আরও বলেন, ‘আমরা বেগম খালেদা জিয়ার শেখানো লড়াইয়ে বিগত ১৬ বছরে পরাজিত হই নাই। পরাজিত হয়েছি পুলিশের বেনজিরের (সাবেক আইজিপি বেনজির আহমেদ) কাছে, পরাজিত হয়েছি হাসিনার আমলাদের কাছে।’
জনসমাবেশে সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ আরও বলেন, ‘বিএনপি নীতিগতভাবে পরাজিত হয় নাই। ২০১৪ সালের নির্বাচনে শেখ হাসিনা যদি তত্ত্ববধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিত, তাহলে তাঁকে ভারতে আশ্রয় নিতে হত না।’
পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘যারা বিগত দিনে মানুষের হাত কেটেছে, পা কেটেছে, নির্বাচনে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই। যারা চুরি করে দিনের ভোট রাতে দিয়েছে– সেই এসপি, ডিসিদেরও আইনের আওতায় আনতে হবে।’
জনসমাবেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনশীল পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণে জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণা ও রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবি তোলা হয়। এসময় জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, সহ-সংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :