গোপালগঞ্জের মুকসুদপুরে `তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার` এই প্রতিপাদ্যের আলোকে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের "বিজয়" সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, মুকসুদপুর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল রাশেদী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ আলী মাতুব্বর প্রমূখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :