AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে ৩ হাজার ১৩২ লিটার সয়াবিন তেলসহ গ্রেফতার দুই


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৯:৫১ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পঞ্চগড়ে ৩ হাজার ১৩২ লিটার সয়াবিন তেলসহ গ্রেফতার দুই

পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধ ভাবে সয়াবিন তেলের কারখানা গড়ে তুলে খোলা তেল বোতলজাত করার দায়ে অবৈধ কারখানার মালিকসহ দইজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময় ৩ হাজার ১৩২ লিটার তেলসহ পরিবহনের সাথে যুক্ত দুইটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দীন। এর আগে সকালে উপজেলা মাঝগ্রাম এলাকায় নামবিহীন কারখানায় অভিযান পরিচালনা করে বিভিন্ন কোম্পানির নকল লেবেল লাগা সয়াবিন তেলের বোতল সহ প্যাকেট ও দুটি পিকাআপ জব্দ করে পুলিশ।

জব্দকৃত তেলের বাজার মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৭৯ হাজার ৪৪০ টাকা।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, অনুমোদিনহীন অবৈধ প্রতিষ্ঠান গড়ে তুলেন আজিজ। দীর্ঘদিন ধরে খোলা তেল ড্রামে করে নিয়ে এসে বিভিন্ন কোম্পানির ভুয়া লেবেল তৈরি করে বোতলজাত তেল তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের হাতে নাতে আটক করা হয়। একই সাথে তেল সহ দুটি পিকআপ জব্দ করা হয়েছে। মালিক ও কর্মচারীকে গ্রেফতার দেখিয়ে বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Link copied!