কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থী শ্রীনগর গ্রামের বাসিন্দা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ভৈরব থানায় ধর্ষণের চেষ্টার ঘটনায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর মা। অভিযুক্ত বখাটে যুবক উপজেলার শ্রীনগর গ্রামের রাজন মিয়ার ছেলে মোঃ ইমন মিয়া (২০) ।
ভুক্তভোগী শিক্ষার্থীর মা অভিযোগ করে বলেন, আমার মেয়ে শ্রীনগর স্কুলে ৭ম শ্রেনীর নিয়মিত শিক্ষার্থী। দীর্ঘ ৪ মাস যাবত একই এলাকার রাজন মিয়ার ছেলে ইমন মিয়া আমার মেয়েকে বিভিন্নভাবে ধর্ষণ করার জন্য চেষ্টা করছে। বখাটে যুবক ইমন প্রতিদিনই আমার মেয়ের স্কুলে যাওয়া আসার সময় ইভটিজিং করে।
গত মঙ্গলবার রাত ৯ টায় প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়ে পাশে বাথরুমে যায়। সে সময়ে বখাটে যুবক ইমন আমার মেয়েকে মুখ চেপে ধরে জোর পূর্বক নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে আমার মেয়ের চিৎকার শুনে পাশ্বর্বতী লোকজনসহ আমি ছুটে গিয়ে তাকে উদ্ধার করি।
এই ঘটনায় এলাকার গণ্যমান্য লোকদের কাছে বিচারের জন্য গেলে তারা কোন ব্যবস্থা নেননি। কারণ বখাটে যুবক ইমন এলাকায় চিহ্নিত একজন মাদকসেবী। চুরি, ছিনতাই সহ নানান অপকর্মের সাথে জড়িত। সেজন্যই আমার মেয়ের নিরাপত্তা জন্য প্রথমে ইউএনও পরবর্তীতে থানায় দ্বারস্থ হয়। তিনি এই ঘটনার সুষ্ঠ বিচারের দাবি জানান।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, ৭ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তবে ঘটনাটি তদন্ত সার্পেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :