AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পটুয়াখালীর কলাগাছিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধ


Ekushey Sangbad
চয়ন বিশ্বাস, জেলা প্রতিনিধি, পটুয়াখালী
০৩:২২ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
পটুয়াখালীর কলাগাছিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধ

পটুয়াখালীর গলাচিপা থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত সোহেল খান ও হেলাল খানকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি কুমারখালী গ্রামের ভুমিদস্যু হাসান সিকদারের নেতৃত্বে জামাল সিকদার, নাজমুল সিকদার, জহির সিকদার, আব্দুল মালেক সিকদার, আব্দুল খালেক সিকদার ও নসু মোল্লা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জমির মালিক সোহেল খান, হেলাল খান, এরশাদুল ঢালী, রাব্বি খান, গনী ঢালী, ইলিয়াস ঢালী, মোঃ সোহাগ ও রাসেদুল গুরুতর আহত হন।

আহতদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে তাদের ভোগ দখলীয় জমি জবরদখল থেকে রক্ষার চেষ্টা করছিলেন। বিরোধীয় জমি এসএ খতিয়ান নং ৫৯৯, হালদাগ নং ৩২৫২, ৩৪২৯, ৩৪৩৫ এবং ৩৪৩৫ দাগে এক একর ১৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। হামলার পর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ সহযোগিতা করেনি বলে ভুক্তভোগীরা দাবি করেন।

২৩ ফেব্রুয়ারি ভুক্তভোগীরা গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন (মামলা নং ১১০/২৫)। কলাগাছিয়া ফাঁড়ির ইনচার্জ মোঃ জিলোন জানান, উভয় পক্ষের অভিযোগ নেওয়া হয়েছে এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে একজনকে আটক করেছে পুলিশ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!