চট্টগ্রামের বোয়ালখালীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মো. হৃদয় (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হৃদয় কক্সবাজার জেলার মো. ইলিয়াছের ছেলে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী বুড়ি পুকুর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেসের ছাদে ভ্রমণ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে এসে গোমদণ্ডী স্টেশন পার হওয়ার পর হৃদয় ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। ছাদে আরও কয়েকজন যুবক ছিলেন বলে জানা গেছে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জানান, আহত যুবকের বাম পায়ের পাতা ও আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও তার ডান পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আলাউদ্দিন জানান, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই দুর্ঘটনা ট্রেনের ছাদে ভ্রমণের ঝুঁকি সম্পর্কে আবারও সতর্কতা তুলে ধরেছে। নিরাপদ ভ্রমণের স্বার্থে কর্তৃপক্ষের আরও কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :